নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ ডিসেম্বর, গতকাল গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল লেকটাউনের একটি জায়গায়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয় এবং সেখান থেকে সমীর বর্ধন, রোহিত হেলা এবং অমিত রায় এই তিনজনকে গ্রেফতার করে।কিন্তু বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়।
তিনজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ভোজালি এবং বেশকিছু ডাকাতি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আজ তাদেরকে বিধাননগর আদালতে তোলা হয়।পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এমই খবর পাওয়া যায় পুলিশ তরফ থেকে। সাথে খুব দ্রুত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হবে এমনটাই জানায় পুলিশ। এর আগে এই তিন দুষ্কৃতী এরূপ কতগুলো কাণ্ডে যুক্ত ছিলও পরবর্তী প্ল্যান কি ছিল তা এখনো জানতে পারেনি পুলিশ তবে এই বিষয়েই জিজ্ঞাসাবাদ কড়া হচ্ছে বলে জানা যায়।



















