বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক যুবক। যুবকের বাড়ি মালদার চাঁচোল থানা পাড়া এলাকায়। অল ইন্ডিয়া ন্যাশনাল বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাছাইপর্বে দশের মধ্যে একজন স্থান অধিকার করেছে মালদার এই যুবক। যুবকের নাম নীলাঞ্জন দেব বয়স ৩৩ বছর। পেশায় ফটোগ্রাফি করে।
১৫ মে কলকাতায় গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে ন্যাচেরাল বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ভারতবর্ষের দুশো জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। সেখান থেকে এই ন্যাচারাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় দশ জনকে বাছাই করা হয়। যার মধ্যে একজন মালদার নীলাঞ্জন দেব। তার এই সাফল্যে খুশি তার বন্ধু-বান্ধব এমনকি কোচ। কলকাতা থেকে ফিরে এসে সময় নষ্ট না করে তার অনুশীলন নিতে দেখা গেল জিমে। প্রশিক্ষণের মধ্যেই এখন রয়েছেন নীলাঞ্জন দেব।
তাকে সম্পূর্ণ তৈরি করতে তার কোচ পিন্টু ভগৎ পরিশ্রম করে যাচ্ছেন। নিরঞ্জন দেব জানান ১৫ মে কলকাতার গড়িয়ার অডিটোরিয়ামে আয়োজিত ৭০ কেজি ক্যাটাগরিতে ১০ জনের মধ্যে আমি সিলেকশন হয়েছি । জুলাই মাসের ২৭ তারিখে সুরাটে ন্যাচারাল বডিবিল্ডিং কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে । সেখানে যাওয়ারও সুযোগ পেয়েছি। সেখানেও সফল হব এই আশা সম্পূর্ণ ভাবে সহযোগিতা করছেন তার কোচ পিন্টু ভগৎ।
এদিকে কোচ পিন্টু ভগৎ জানান, নীলাঞ্জনের সাফল্যে আমরা খুব খুশি। আগামী দিনের কম্পিটিশনে নীলাঞ্জন ভালো ভাবে সফল হবে এটাই আমার আশা রয়েছে।
আর ও পড়ুন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা
উল্লেখ্য, বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক যুবক। যুবকের বাড়ি মালদার চাঁচোল থানা পাড়া এলাকায়। অল ইন্ডিয়া ন্যাশনাল বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাছাইপর্বে দশের মধ্যে একজন স্থান অধিকার করেছে মালদার এই যুবক। যুবকের নাম নীলাঞ্জন দেব বয়স ৩৩ বছর। পেশায় ফটোগ্রাফি করে। ১৫ মে কলকাতায় গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে ন্যাচেরাল বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ভারতবর্ষের দুশো জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।
সেখান থেকে এই ন্যাচারাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় দশ জনকে বাছাই করা হয়। যার মধ্যে একজন মালদার নীলাঞ্জন দেব। তার এই সাফল্যে খুশি তার বন্ধু-বান্ধব এমনকি কোচ। কলকাতা থেকে ফিরে এসে সময় নষ্ট না করে তার অনুশীলন নিতে দেখা গেল জিমে। প্রশিক্ষণের মধ্যেই এখন রয়েছেন নীলাঞ্জন দেব। তাকে সম্পূর্ণ তৈরি করতে তার কোচ পিন্টু ভগৎ পরিশ্রম করে যাচ্ছেন।