‘বডি শেমিং’-এর শিকার নুসরত জাহান, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়

‘বডি শেমিং’-এর শিকার নুসরত জাহান, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন- টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান যেন বারবারই হয়ে উঠছেন সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের লক্ষ্যবস্তু। কিছু পোস্ট করলেই নেটিজেনদের একাংশ তাঁর চেহারা, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে নানাভাবে কটাক্ষ শুরু করে। সম্প্রতি নুসরত নিজের ইনস্টাগ্রাম পেজে কয়েকটি নতুন ছবি শেয়ার করতেই ফের চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

ছবিগুলিতে দেখা যায়, গোলাপি রঙের জাম্পস্যুট পরে আত্মবিশ্বাসে ভরপুর নুসরত। খোলামেলা পোশাকে, ব্যাকলেস ড্রেসে একের পর এক পোজ দিয়েছেন তিনি। কিন্তু সেই ছবিগুলি পোস্ট হওয়া মাত্রই প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে কুরুচিকর মন্তব্য। একাংশ নেটিজেন তাঁর শরীরের গঠন নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘‘স্তন আর সুডৌল নেই!’’—এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে।

তবে এ ধরনের সমালোচনা নুসরতের জীবনে নতুন কিছু নয়। এর আগেও তাঁকে তাঁর শারীরিক গঠন ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিদ্রূপের মুখে পড়তে হয়েছে। তা সত্ত্বেও তিনি কখনও এইসব মন্তব্যের প্রতিক্রিয়া দেননি। বরং নীরব থেকে নিজের কাজ ও জীবন নিয়ে এগিয়ে চলেছেন তিনি।

বর্তমানে অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি বা ভিডিও পোস্ট করলে বডি শেমিং ও অশালীন মন্তব্যের শিকার হচ্ছেন। কারও পোশাক, কারও শরীরের গঠন, কারও ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি—সবকিছু নিয়েই ট্রোলের বন্যা বইছে। সেই তালিকায় বারবার নাম উঠে আসে নুসরতেরও।

সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের রক্তবীজ ২ ছবিতে তাঁর আইটেম ডান্স ঝড় তুলেছে নেটপাড়ায়। দু’দিন আগে যশ দাশগুপ্তের জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে অভিনেত্রী আবারও খবরে আসেন। তবুও নুসরতের প্রতি কটাক্ষের ধার কমেনি। তাঁর নীরবতা যেন নেটিজেনদের বিদ্রূপকেই আরও উস্কে দিচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top