নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: স্ত্রীর উপর শারিরিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন সমবায় দপ্তরের আধিকারিক সাবির মোল্লা। ধৃত সাবিরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।

ধৃতকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার সমবায় দপ্তরের আধিকারিক সাবির মোল্লা ইটাহারে কর্মরত। সাবিরের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে। ২০১৯ সালে ইটাহারের বাসিন্দা তানইর সাবিরা বক্স নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাবির তাকে শারিরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ করে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাবিরের স্ত্রী সাবিরা। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ইটাহার থেকে তাকে গ্রেপ্তার করে।ধৃত সাবিরের বিরুদ্ধে বধূ নির্যাতিনের মামলা দায়ের করে আদালতে পেশ করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।