বনগাঁ-সামনেই পয়লা বৈশাখ। তাই ব্যাঙ্কে গিয়ে বার্ধক্যভাতা তুলে নাতির জন্য জামাকাপড় কিনেছিলেন। কিন্তু মাঝরাস্তাতেই ঘটল দুর্ঘটনা। বনগাঁয় ট্রাকের চাকার পিষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ার। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগাঁর মতিগঞ্জে ঘড়ির মোড় এলাকায়। ঘটনার পর এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল।দেহটি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘাতক ট্রাকটির খোঁজও শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, শুক্রবার দুপুরের দিকে ব্যাঙ্কে গিয়েছিলেন মতিগঞ্জের বাসিন্দা বছর ৬২-এর পুষ্প পাণ্ডে। ব্যাঙ্ক থেকে বার্ধক্যভাতার টাকা তুলে নাতির জন্য জামাকাপড় কিনে এবং দুধের প্যাকেট কিনে বাড়ি ফিরছিলেন। রাস্তা পেরোনোর সময় আচমকাই উল্টোদিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে তাঁকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় ট্রাক-লরির দৌরাত্ম্য ক্রমশ বেড়েছে। যার ফলে হামেশাই দুর্ঘটনা ঘটে। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা ট্রাকের গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। সেই কারণেই এলাকায় এধরনের দুর্ঘটনা ঘটছে। যদিও পুলিশ আশ্বাস দিয়েছে, ঘটনার তদন্ত হবে এবং ঘাতক গাড়িকে বাজেয়াপ্তও করা হবে।
