উত্তর 24 পরগনা – পশ্চিমবঙ্গের বনগাঁয়ে ফের হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। ভোর রাতে এসটিএফ-এর সঙ্গে যৌথভাবে বনগাঁ পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকার আমির আলি শেখের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি পেশায় বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসায়ী এবং পেট্রাপোল বন্দরে ব্যবসা করতেন। প্রাথমিক তথ্যমতে, মানবপাচার মামলার তদন্তে এই হানা দেওয়া হয়েছে।
এর আগে সন্ত্রাসবাদের একটি মামলার তদন্তে পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যে হানা দেয় এনআইএ। অভিযান চলে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমেও। একযোগে মোট ১৫টি স্থানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।
মানবপাচার মামলায় চার মাস আগে এনআইএ-র বিশেষ আদালত দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিল। তারা হলেন শাহাবুদ্দিন হোসেন ওরফে মুন্না এবং নুর করিম, যাদের প্রত্যেককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুজনেই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা।
