উত্তর 24 পরগণা – বনগাঁর তৃণমূল বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবার নাম নেই সম্প্রতি প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায়। এই তথ্যের ভিত্তিতে বিরোধী দল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ মহকুমা শাসকের কাছে তাঁর বিধায়ক পদ বাতিলের দাবিতে ডেপুটেশন দিয়েছে। মতুয়া মহাসঙ্ঘের অভিযোগ, বিধায়কের বাবা ২০১০ সালের পর অবৈধভাবে ভারতে এসেছেন।
অশোক কীর্তনিয়া অভিযোগের জবাবে তাঁর ১৯৫০ সালের বর্ডার স্লিপ ও ১৯৯৩ সালের ভোটার তালিকা দেখিয়েছেন, যা তাঁর নাগরিকত্বের প্রমাণ বলে দাবি করেছেন। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, “ছেলে আগে ভোটার, বাবা পরে, এটি প্রমাণ করতে হবে।” বিধায়ক অভিযোগ নস্যাৎ করে বলেছেন, “তৃণমূল রাজনৈতিক হেনস্থার জন্য মিথ্যা অভিযোগ করছে।”
