নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৫ই সেপ্টেম্বর :বনগাঁ পুরসভার আস্থা ভোট ঘিরে ফের প্রশ্ন উঠল। বিজেপির দাবি, হাই কোর্টের নির্দেশে ছিল পুলিশ নিরাপত্ত দিয়ে বিজেপির কাউন্সিলরদের জেলা শাসকের কার্যালয়ে ভোটে অংশ গ্রহণ করাতে নিয়ে আসবে। বিজেপির অভিযোগ, এদিন তাদের পুলিশ নিরাপত্তা দিয়ে আস্থা ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসেনি। বিজেপি সুত্রের খবর, বারাসতের জেলা বিজেপির পার্টি অফিসে বসে ছিল বিজেপির সাত কাউন্সিলর।সেই তথ্য পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি বিজেপির। এদিন ভোটের নির্ধারিত সময় ১১ টার ৩০ মিনিট আগে আস্থা ভোটে অংশ নিতে তৃণমূলের ১৩ ও কংগ্রেসের এক কাউন্সিলার জেলা শাসকের কার্যালয়ে ঢোকে ।
১১ টার থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অপেক্ষার পর ভোট গ্রহন পর্ব শুরু হয় জেলা শাসক চৈতালী চক্রবর্তীর তত্বাবধানে। জেলা শাসকের কার্যালয়ে ১ নং সভাকক্ষে জেলা শাসকের তত্বাবধানে বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসার গৌরাঙ্গ দাসের উপস্থিতিতে শুরু হয় অনাস্থার অধিবেশন। নিয়ম মেনে সাড়ে ১১ টা পর্যন্ত অপেক্ষা করা হয়।জেলাশাসকের কার্যালয়ের বাইরে নিরাপত্তায় দূর্গ তৈরি করে পুলিশ। জলকামান, মেটাল ডিটেক্টর, জেলা শাসকের কার্যালয়ে ঢোকার মুখের মোড় গুলোতে ড্রপ গেট নাকা চেকিং করে পুলিশ। জেলা শাসকের কার্যালয়ের চারপাশে জারি ছিল ১৪৪ধারা।এছাড়াও আস্থা ভোটে উপস্থিত ছিলেন, জেলাশাসক, বনগাঁ মহকুমা শাসক, পুলিশ সুপার।