বনদপ্তরের গাড়ির উপর হামলা! উত্তেজিত জনতার। ঘটনায় আহত এক বনকর্মী। ইট পাথরের ঢেলে ভাঙলো বনদপ্তরের গাড়ির কাঁচ। আহত ওই বন কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় তাকে পরবর্তীতে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । বুথবার রাতে তুফানগঞ্জের বক্সিরহাটের বাঁশরাজা এলাকার ঘটনা ।
আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে থমথমে গোটা এলাকা।স্থানীয় সূত্রে জানা যায়, আলিপুর জেলার শামুকতলা রেঞ্জের মোট ছয় জন বন কর্মী একটি পিকাপভ্যানে করে অবৈধ কাঠ সমেত মাফিয়াদের গাড়ির পিছনে ধাওয়া করে । বনদপ্তরের কর্মীরা আলিপুর জেলা পেরিয়ে আটিয়া মোচড় বনদপ্তরকে জানিয়েই প্রবেশ করে বক্সিরহাট বাশরাজা এলাকায় । এলাকায় পুলিশি বেরিগেট ভেঙে পর পর দুইটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ায়, ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন। কিছুক্ষণ পর সেই দুটি গাড়ি ফের বাঁশরাজার দিকে আসতে থাকলে, দুটি গাড়ির উপর ইট ও পাথরের ঢিল ছোরেন স্থানীয়রা।
সে সময় কাঠ মাফিয়াদের গাড়ির কাঁচ ভাঙলেও কাঠ মাফিয়া রা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও , গাড়ি থামান বনকর্মীরা। সে সময় বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় উত্তেজিত জনতা । ঘটনায় গুরুতর আহত হয় এক বনকর্মী। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ভাঙ্গা অবস্থায় ওই বনদপ্তরের গাড়িটিকে নিয়ে যাওয়া হয় আলিপুরে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।