বনদফতরে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ্য ৩০ হাজার টাকা জালিয়াতির অভিযোগে সঞ্জয় সরকার নামে এক প্রতারককে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ l ঘটনায় প্রকাশ ২ বছর আগে ভীমপুরের বাসিন্দা স্বামীর বিশ্বাসের কাছ থেকে টাকা নেই চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত সঞ্জয় সরকার l বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে l এই প্রতারক চক্রে আর কেউ জড়িত যাচ্ছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ l