বনধে সব কিছু স্বাভাবিক থাকায় বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূলের মিছিল। বিজেপির ডাকা বাংলা বনধের কোনো প্রভাব পড়লো না পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার সকাল থেকেই জন জীবন স্বাভাবিক ছিল। বেসরকারি বাস কম চললেও সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল। কালেক্টরেট সহ অন্যান্য সরকারি অফিস , স্কুল , কলেজে উপস্থিতিতির হার ছিল অন্যান্য দিনের থেকে বেশি। বিজেপি কর্মী সমর্থকরা এদিন সকালে মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ বিক্ষোভ কারী দের হঠিয়ে দেয়।
আর ও পড়ুন বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়লো না ঝাড়গ্রাম জেলায়
ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা বাস আটকানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের হঠিয়ে দেয়। রাজ্যের মন্ত্রী তথা সবং এর বিধায়ক মানস ভুঁইয়া জানান , উৎসবের মেজাজে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পুরভোট সম্পন্ন হয়েছে। মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই তাদের ডাকা বনধে কোনো প্রভাব পড়েনি। সোমবার বিকেলে মেদিনীপুর বিদ্যাসাগর হল থেকে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে বনধে সব কিছু স্বাভাবিক থাকায় মানুষকে ধন্যবাদ জানিয়ে ও বিজেপিকে ধিক্কার জানিয়ে মিছিল বের হয়।
তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিজেপি সোমবার বাংলা বন্ধের ডাক দিয়েছিল । কিন্তু সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ বিজেপি ডাকা বন্ধ কে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে অগণতান্ত্রিকভাবে বনধ ডাকলে মানুষ এভাবেই বিজেপিকে শিক্ষা দিবে বলে তিনি জানান। তাই বনধ ব্যর্থ করার জন্য তিনি জেলার সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।