রাজ্য – আজ, ১৪ জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘বনমহোৎসব’—সবুজ বাংলার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে এক সপ্তাহব্যাপী এই উদ্যাপন চলবে ২০ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তায় জনগণকে সবুজায়নের বার্তা দিয়েছেন। তিনি বলেন, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।” তাঁর এই আহ্বানে পরিবেশ রক্ষার প্রতি গণচেতনা জাগাতে চাওয়া হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪.৫ লক্ষ বিঘা জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। একইসঙ্গে, সবুজশ্রী প্রকল্পের অধীনে নবজাতকদের মায়েদের মধ্যে ৬৫,৭১,৪১৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে, যা একটি বৃহৎ সামাজিক পরিবেশ আন্দোলনে রূপ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একদিকে যেমন এই প্রকল্পগুলি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক, তেমনি অন্যদিকে পরিবেশ সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ভূমিকা রাখছে। সবুজশ্রী প্রকল্প শুধু প্রতীকী নয়, এটি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।
