নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ২৪ অক্টোবর, ২০২০:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দাস বাড়িতে প্রতি বছরই ধুমধামের সাথে পুজো হয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি। করোনার কারণে সকল বিধিনিষেধ মেনেই হল তাঁদের এবারের পুজো ।
বনেদি আনা পুজো তাঁদের। সকালবেলা অষ্টমীর অঞ্জলি সারা পরই শুরু হয়ে যায় নবমীর প্রস্তুতি। সন্ধিপুজোর জন্য বাড়ির মহিলারা নিয়ম মেনে প্রদীপ জ্বালান। পুরোহিত মশাই দেবীর আরতি করেন। কিন্তু এইবার করোনার কারণে বাইরে থেকে আসা কোন মানুষ ভির করতে পারেন নি। তাই দাস বাড়ির সকলে মিলেই এইবারের পুজোতে মাতলেন।