বন্ধুকে আটকে মুক্তিপণের দাবি, গ্রেফতার অভিযুক্ত বন্ধু

বন্ধুকে আটকে মুক্তিপণের দাবি, গ্রেফতার অভিযুক্ত বন্ধু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৫ শে সেপ্টেম্বরঃ বন্ধুত্ব পাতিয়ে বাড়িতে আটকে মুক্তিপণের দাবি।মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি।দেগঙ্গা থানার পুলিশ মোবাইলের সূত্র ধরে উদ্ধার করলো যুবককে,গ্রেফতার অভিযুক্ত বন্ধু। দেগঙ্গার বাসুদেবপুর গ্ৰামের যুবক মিজানুর ইসলামের সাথে কর্মসূত্রে মুম্বাই তে বন্ধুত্ব হয় হুগলীর মঙ্গলকোট থানার বাসিন্দা মারফাত মন্ডল ওরফে তারার সাথে। মুম্বাই থেকে বাড়ি এসে দুই বন্ধুই দুজনের বাড়িতে যাতায়াত করেছিল । গত রবিবার মারফাত দেগঙ্গায় মিজানুরের বাড়ি এসে মিজানুর কে তার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। মিজানুর বাড়ি ফিরছে না দেখে তাকে ফোন করলে অভিযুক্ত মারফাত জানায় তিনলক্ষ টাকা দিলে তবেই মিজানুর কে ছাড়া হবে না দিলে প্রাণে মেরে ফেলা হবে। মিজানুরের বাবা দেগঙ্গা থানায় অপহরণের অভিযোগ করলে পুলিশ মোবাইলের সূত্র ধরে মঙ্গলকোট থানার মহতপুর গ্ৰাম থেকে মিজানুর কে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্ৰেফতার করে।আজ অভিযুক্ত কে বারাসত আদালত তোলা হবে l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top