নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৯ নভেম্বর, বন্ধুকে গাড়িতে তুলতে গিয়েছিল তরুণ মন্ডল নামে এক যুবক, কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি সে। ঘটনাটি ঘটেছে সরিষা ২ নম্বর ব্লক পঞ্চায়েত ঝিঙের পোল এলাকায়। নিজুবকেযুবকের নাম বছর তিরিশের তরুণ মন্ডল, বাড়ি সরিষার ঝিঙের পোল এলাকায়।
পরিবার সূত্রে দাবি, সল্টলেকের গার্ডেনে কাজ করতো নিখোঁজ তরুণ মন্ডল। বেশ কিছুদিন আগে কাজের সুত্রেই আলাপ হয় বন্ধু আসিস মন্ডল এর সঙ্গে। আশিসের বাড়ি হল থানা এলাকার ধানকল মরে।এর আগে বহুবার তাদের বাড়িতে এসেছিল বন্ধু আসিস। রবিবার কাজ শেষ করে সোমবার কাজ ছুটি থাকায় বন্ধু আসিস এর বাড়িতে গাছ আনতে গিয়েছিল সে। সেখানে বসেই দুজনে মদ্যপান করে। এরপর বিকেল পাঁচটা নাগাদ বাড়ি ফিরে পরিবারকে জানিয়েছিল বন্ধুকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে সে। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। শেষ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তার মার সঙ্গে নিখোঁজ তরুণ মন্ডল এর সাথে কথা হয়। সে ফোনে জানায় সে বাড়ি ফিরে আসছে কিন্তু তারপর থেকেই তার ফোন বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত তার খোঁজ না পেয়ে আজ সকালে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পুলিশ আশিস মণ্ডলের বন্ধুকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে।