বন্ধ চা বাগানের জমি রক্ষায় কমিটি গঠন দাস পাড়ায়

বন্ধ চা বাগানের জমি রক্ষায় কমিটি গঠন দাস পাড়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বন্ধ চা বাগানের জমি রক্ষায় কমিটি গঠন দাস পাড়ায়। গত প্রায় দুই দশকের বেশি সময় ধরে বন্ধ পড়ে থাকা চা বাগানের জমি থেকে দালালচক্রকে উৎখাত করতে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের হুসেনদিঘি এলাকায় রবিবার গঠিত হলো জমি রক্ষা কমিটি। পাশাপাশি “আমার নাম করে কেউ জমি কেনা বেচার দালালী করলে তাঁকে বেঁধে রেখে প্রশাসনের হাতে তুলে দেবেন” বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান বলে জানিয়েছেন জমিদাতারা। জানা গিয়েছে, ১৯৮৯ সালে দাস টি প্লান্টেশন নামে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলে হুসেনদিঘি এলাকায় চা বাগান শুরু হয়। কয়েক বছর পর মালিক পক্ষ বাগান বন্ধ করে চলে যায়।

 

গত ২২ বছর ধরে জমিদাতা শ্রমিকরাই বাগান দেখা শোনা করত। এই বাগানের উপর চেতনাগছ, বাউড়িগছ, জাগিরবস্তী সহ একাধিক গ্রামের মানুষ নির্ভরশীল রয়েছে। জমিদাতা শ্রমিকদের বকেয়া পাওনা না মিটিয়েই বাগান মালিক কিছু অসাধু ব্যক্তির কাছে বাগান বিক্রি করে দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছে। ঘটনার চাউর হতেই শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। জমিদাতা শ্রমিকদের দাবী, তাঁরা যেভাবে বাগান মালিককে জমি দিয়েছিল ঠিক সেভাবেই বাগান মালিকের কাছ থেকে তাঁরা জমি কিনে নেবে।

আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে

কোনও দালালচক্রের মধ্যস্থতা তাঁরা বরদাস্ত করবে না। পাশাপাশি জমিদাতা শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। বিধায়ক হামিদুল রহমানের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে জমিদাতা শ্রমিকরা। দালালচক্রের কোনওরকমের দালালী বরদাস্ত না করে তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার নিদান দিয়েছেন বিধায়ক হামিদুল রহমান বলে জমিদাতারা জানিয়েছেন। সবমিলিয়ে কাজ পাবার আশায় জমি দেওয়া বাগানের জমিদাতা শ্রমিকরা নিজেদের জমি ফেরত পেতে মরিয়া হয়ে জোরদার আন্দোলনে জমি রক্ষা কমিটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top