নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৮ জানুয়ারি, নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC -এর প্রতিবাদে আজ ২৪ ঘন্টার ধর্মঘট ডাকা হয়।আর তার জেরে আজ শহর কলকাতা অনেকটাই নিঃস্তব্দ।কলকাতার জনবহুল এলাকাগুলোতে দেখা গেল বন্ধের সেই ছবি। বন্ধ নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আজ উঠে এল ক্যামেরার ফ্রেমে।সকাল থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও আজ রাস্তায় বেসরকারি বাসের পরিমান অনেকটাই কম।তবে কি সাধারণ মানুষের কাজে ছুটি আছে?
রিক্স নিয়েই মানুষ আজ ঘর থেকে বেরিয়েছে দিকে দিকে সমস্যার মুখেও পড়েছে অনেকে আবার অনেকে সুস্থ ভাবে কাজেও পৌঁছেছে।বন্ধের চেহারা যে সমস্ত জায়গায় সমান নয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
এরই মাঝে উঠে এল সেই সব খেটে খাওয়া মানুষের কথা যাদের একদিন ছুটি মানে সংসারে টানাপোড়ান শুরু।একদিকে কেউ এই বন্ধকে সমর্থন করেছে তো অন্যদিকে অনেকেই করেনি।আবার কেউ NRC -এর বিপক্ষে কথা বললেও বন্ধকে মেনে নেননি।সবমিলিয়ে প্রশ্ন উঠে আসছে আদোও কি এই বন্ধ সফল হয়েছে?