পুজোর মুখে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, কাজ হারালেন সাড়ে পাঁচ হাজার শ্রমিক। প্রাক্তন মিল মালিকের মৃত্যুর গুজব খবর চাউর হওয়ায়,শ্রমিক-মালিক কাজিয়ার জেরে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। পুজোর মুখে কর্মহীন হয়ে পরলেন ওই মিলের স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় পাঁচ হাজার শ্রমিক। জানা গিয়েছে,প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়ার মৃত্যু হয়েছে।
এই ধরনের গুজব খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে মিলের সমস্ত বিভাগের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। যদিও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মিলের প্রাক্তন মালিক সুস্থ আছেন। এই সত্য জানার পর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা মিলের গেটে এসে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানান। যদিও মঙ্গলবার সাত সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপরই তারা মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বসে পড়েন।
বিক্ষোভ-অবরোধের জেরে ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ভাটপাড়া থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ,পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা থেকে ধস্তাধস্তিও বেধে যায়। প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধের পর ক্ষিপ্ত শ্রমিকরা অবরোধ তুলে নেন। ওই মিলের ভারতীয় মজদুর সংঘের নেতা তথা সংগঠনের রাজ্য সহ সভাপতি সঞ্জয় কুমার সাহার বক্তব্য,পুজোর মুখে কোনওরকম আলোচনা না করেই কর্তৃপক্ষ মিলটি বন্ধ করে দিওয়া হয়েছে।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
শ্রমিকদের কোন ডিমান্ড ছিল না,তা সত্ত্বেও মিলটি বন্ধ করে দেওয়া হল। কারও কাছে কোন জবাব নেই কি কারনে মিলটি বন্ধ করা হল ? আর কবেই বা খুলবে। সঞ্জয় বাবুর দাবি, আগে মিল চালু করা হোক। আর যারা এই ধরনের মৃত্যুর গুজব ছড়িয়েছে,তাদের সনাক্ত করে মিল কতৃপক্ষ শাস্তি দিক। এপ্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন,মালিককে বলেছি অবিলম্বে মিলটি চালু করতে। প্রয়োজন হলে তিনি রাজ্যের শ্রমমন্ত্রীকেও বিষয়টি জানাবেন। বন্ধ ভাটপাড়া রিলায়েন্স