নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৫শে নভেম্বর : বর্ণাঢ্য শোভাযাত্রারা মধ্যে দিয়ে বাবা ভৈরবের নিরঞ্জন হল ভাগীরথী ঘাটে। রবিবার দুপুরে বহরমপুর শহর জুরে পরিক্রমা করে প্রায় ১৪৩ বছরের ঐতিহ্যবাহী বাবা ভৈরব। এদিনের এই শোভাযাত্রায় পা মেলান ৮ থেকে ৮০ সকলেই। শহরের বহু মানুষ এই শোভাযাত্রায় সামিল হন