বন্যার হাত থেকে বাঁচতে বাড়িতে ‘আশ্রয়’ নিয়েছে রয়্যাল বেঙ্গল

বন্যার হাত থেকে বাঁচতে বাড়িতে ‘আশ্রয়’ নিয়েছে রয়্যাল বেঙ্গল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অসম : বন্যা কবলিত অসম। বিপর্যস্ত জনজীবন। এখনও ফুঁসছে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীগুলি। পরিস্থিতি ভালো হওয়ার কোনও লক্ষ্মণ-ই নেই। বরং আরও অবনতি হচ্ছে যেন! ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। অসমের বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা কাজিরাঙা অভয়ারণ্যে।বন্যার হাত থেকে বাঁচতে বাড়িতে ঢুকে ‘আশ্রয়’ নিয়েছে একটি রয়্যাল বেঙ্গল। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার টুইট করা ছবিতে দেখা যাচ্ছে, বাড়িতে ঢুকে পড়েছে বাঘটি। ‘বিছানা’ জাতীয় কোনও জায়গার উপর বসে রয়েছে সেটি! বন ভেসে গিয়েছে। থাকার জায়গা নেই। তাই আশ্রয় খুঁজতেই লোকালয়ে ‘হানা’ রয়্যাল বেঙ্গলের।

https://twitter.com/wti_org_india/status/1151722489610944513

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top