কেরলের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৩৫। বন্যা এবং ধসের কবলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে কেরল প্রশাসন। সোমবার সকালে কোট্টায়াম এবং ইডুক্কি জেলায় ধ্বংসস্তূপের নীচ থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা ৩৫ হয়ে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ, ঘরছাড়া হাজার হাজার। এদিকে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেনন্ট আগে জানিয়েছিল, ১৭ অক্টোবরের পর বৃষ্টি কমবে। কিন্তু আরব সাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় বুধবার থেকে ফের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
কেরলে সবথেকে খারাপ অবস্থা কোট্টায়াম জেলার কুট্টিক্কাল এবং ইডুক্কি জেলার পেরুবনন্তমের। পাহাড়ি এই গ্রাম দুটোতে নদীর জল উপচে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া। উদ্ধারকাজে নেমেছে সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী।
আর ও পড়ুন পুরুষরা কোন রঙের শার্ট পরলে মেয়েরা বেশী আকৃষ্ট হয়?
কেরলের কুট্টিকাল গ্রামের একটি সেতু ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। সেনার কোনও গাড়ি এগোতে পারছে না। প্রবল বর্ষণের ফলে উপচে পড়ছে জলাধারগুলো। যে কোনও মুহূর্তে তা এলাকা ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইডুক্কি জেলায় এ নিয়ে কমলা সতর্কতা এবং কাক্কিতে লাল সতর্কতা জারি হয়েছে।
উল্লেখ্য, কেরলের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৩৫। বন্যা এবং ধসের কবলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে কেরল প্রশাসন। সোমবার সকালে কোট্টায়াম এবং ইডুক্কি জেলায় ধ্বংসস্তূপের নীচ থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা ৩৫ হয়ে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ, ঘরছাড়া হাজার হাজার।
এদিকে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেনন্ট আগে জানিয়েছিল, ১৭ অক্টোবরের পর বৃষ্টি কমবে। কিন্তু আরব সাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় বুধবার থেকে ফের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কেরলে সবথেকে খারাপ অবস্থা কোট্টায়াম জেলার কুট্টিক্কাল এবং ইডুক্কি জেলার পেরুবনন্তমের। পাহাড়ি এই গ্রাম দুটোতে নদীর জল উপচে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া। উদ্ধারকাজে নেমেছে সেনা, বায়ুসেনা এবং নৌবাহিনী।