বন্যা বিধ্বস্ত সুন্দরপুর গ্রামে, আগের স্থানেই পুজিত হবেন ‘দেবী দুর্গা। গতবছর ঠিক পুজোর মুখে বিধ্বংসী বন্যায় ধ্বংস হওয়া বীরভূমের সুন্দরপুর গ্রাম বিগত এক বছরে ধীরে ধীরে গড়ে উঠেছে। সরকারি সহায়তায় আর নিজেদের উদ্যোগে এক নতুন সুন্দরপুর তৈরি হয়েছে ধ্বংসস্তূপের উপর। গত বছরে যখন পুজোর আর কয়েকটা দিন বাকি। আকাশে বাতাসে পুজোর গন্ধে মাতোয়ারা বাঙালি।
তখনই ঘটেছিল বিভীষিকা। বন্যার জলে নদী বাঁধ ভেঙে যাওয়ায় চোখের সামনে মাত্র ঘন্টা খানেকের মধ্যেই সম্পুর্ন নিঃশেষ হয়ে গিয়েছিল গ্রাম। এই গ্রামে এবছরও পূর্ণ উদ্যমে হতে চলেছে পুজো। যদিও বন্যার জলস্রোতে বিধ্বস্ত গ্রামটিতে গতবছরও এলাকাবাসীর উদ্যোগে দুর্গাপুজো হয়েছিল নিয়ম মেনেই। তবে, মূল মন্দিরের স্থান জলাশয়ে পরিণত হওয়ার জন্য দেবী দুর্গা পূজিত হয়েছিলেন গ্রামের অন্য এক স্থানে। এবছর সেই পুরনো স্থানেই পূজিত হবেন ‘মা দুর্গা’।
এক বছরের পরে ফের গ্রামবাসীদের উদ্যোগে পুরোনো স্থান ও বেদিতে ফিরছেন গ্রামের দেবী। বন্যার পর প্রায় ১০০-র কাছাকাছি বাড়ির মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছিল মাত্র কয়েকটি বাড়ি। জলের স্রোতে ভেঙে গিয়েছিল গ্রামের এক মাত্র দুর্গা মন্দিরটিও। দীর্ঘদিন নদীর পাড়েই তাঁবু খাটিয়ে বাস করে পুনরায় একটু একটু করে নিজেদের গ্রামকে গড়ে তুলেছেন গ্রামবাসীরা। এবছর সেই গ্রামেই দেবীর পুরাতন বেদিতে পুজোর আয়োজন করেছে গ্রামবাসীরা। স্বাভাবিকভাবেই দুঃখের মাঝে খুশির হাওয়া বইতে শুরু করেছে গ্রামবাসীদের।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
উল্লেখ্য, গতবছর ঠিক পুজোর মুখে বিধ্বংসী বন্যায় ধ্বংস হওয়া বীরভূমের সুন্দরপুর গ্রাম বিগত এক বছরে ধীরে ধীরে গড়ে উঠেছে। সরকারি সহায়তায় আর নিজেদের উদ্যোগে এক নতুন সুন্দরপুর তৈরি হয়েছে ধ্বংসস্তূপের উপর। গত বছরে যখন পুজোর আর কয়েকটা দিন বাকি। আকাশে বাতাসে পুজোর গন্ধে মাতোয়ারা বাঙালি। তখনই ঘটেছিল বিভীষিকা। বন্যার জলে নদী বাঁধ ভেঙে যাওয়ায় চোখের সামনে মাত্র ঘন্টা খানেকের মধ্যেই সম্পুর্ন নিঃশেষ হয়ে গিয়েছিল গ্রাম।
এই গ্রামে এবছরও পূর্ণ উদ্যমে হতে চলেছে পুজো। যদিও বন্যার জলস্রোতে বিধ্বস্ত গ্রামটিতে গতবছরও এলাকাবাসীর উদ্যোগে দুর্গাপুজো হয়েছিল নিয়ম মেনেই। তবে, মূল মন্দিরের স্থান জলাশয়ে পরিণত হওয়ার জন্য দেবী দুর্গা পূজিত হয়েছিলেন গ্রামের অন্য এক স্থানে। এবছর সেই পুরনো স্থানেই পূজিত হবেন ‘মা দুর্গা’। এক বছরের পরে ফের গ্রামবাসীদের উদ্যোগে পুরোনো স্থান ও বেদিতে ফিরছেন গ্রামের দেবী। বন্যা বিধ্বস্ত