নিজস্ব সংবাদদাতা,ফাঁসিদেওয়া, ২২ শে এপ্রিল : বিয়ে করে নতুন বউ নিয়ে ফেরার পথে বরযাত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষ ট্রাকের। ঘটনায় জখম হয়েছেন বর-কনে সহ ১২ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকায় বুড়ি বালাসন ব্রিজের কাছে। জখমদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে দুটি বরযাত্রীর গাড়ি মালদা থেকে হলদিবাড়ির বক্রিবাড়ি চৌরঙ্গীর দিকে যাচ্ছিল। কান্তিভিটা এলাকায় বর-কনের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক।