বরানগর ন’পাড়া দাদাভাই সঙ্ঘের পুজোয় মুল আকর্ষণ সিলিকনের মাতৃরূপী প্রতিমা

বরানগর ন’পাড়া দাদাভাই সঙ্ঘের পুজোয় মুল আকর্ষণ সিলিকনের মাতৃরূপী প্রতিমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বরানগর ন’পাড়া দাদাভাই সঙ্ঘের পুজোয় মুল আকর্ষণ সিলিকনের মাতৃরূপী প্রতিমা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবিপক্ষের আগমন ঘটেছে। দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কোলকাতার পাশাপাশি কোলকাতা লাগোয়া উত্তর শহরতলীর প্রাচীন শহর বরানগরের পুজো উদ্যোক্তারা থিম ভাবনায় জোর কদমে একে অপরকে টেক্কা দিতে শেষ মুহূর্তের প্রস্তূতিতে ব্যাস্ত।

 

বরানগর ন’পাড়া দাদা-ভাই সঙ্ঘের পুজো এবার ১৯ তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের থিম “পরিচয়”। এখানে পদ্মের ওপর অধিষ্ঠিতা শিশু কোলে “মায়াবী মা” ও “দেবী দুর্গার” একাত্মতার পরিচয়ের মিল তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়,চমক রয়েছে “মায়াবী মা” রুপি দেবী প্রতিমাতেও। সিলিকনের তৈরী প্রতিমাটি শুধু কোলকাতা বা শহড়তলি নয়,সারা রাজ্যের মধ্যে এই প্রথম বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা।

 

সমাজে মা হিসেবেই পরিচিত নারী জাতি। মাতৃ ক্রোড়ে সদ্যোজাত শিশু সন্তান সহ মাতৃরূপী প্রতিমার মধ্যে সেই ভাবনাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ন’পাড়া দাদাভাই সঙ্ঘের শিল্পী সন্দীপ মুখোপাধ্যায়। এখানে মন্ডপ সজ্জাতের এক অসাধারণ অভিনবত্বে ছোঁয়া ফুটিয়ে তুলেছেন শিল্পী সন্দীপ বাবু। যৌনকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিপীড়ন ও লাঞ্ছনার শিকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সেই সমস্ত খবরের কাট আউটের মাধ্যমে মন্ডপের ভেতর এক অভিনব প্রেক্ষাপট উঠে এসেছে শিল্পীর ভাবনায়।

আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে

পুজোর মুল উদ্যোক্তা তথা বরানগর পুরসভার সিআইসি অঞ্জন পাল জানান, এবার আমাদের পুজোর মুল আকর্ষণ সিলিকনের মুর্তি। যা সারা রাজ্যে এই প্রথম। পাশাপাশি যৌন কর্মীদের সামাজিক স্কৃতীর বার্তাও আমার তুলে ধরতে চেষ্টা করেছি। আশা করি আমাদের এই প্রয়াস দর্শনার্থীদের মন জয় করে নেবে। প্রসঙ্গত মহালয়ার দিন বিকেলে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

গত সোমবার সন্ধ্যায় পুজো পরিদর্শন করেন খ্যাতনামা হিন্দি চলচ্চিত্র তারকা তথা তৃণমূল সাংসদ শত্রুঘন সিনহা। এছাড়াও ঐদিন সন্ধ্যায় হাজির ছিলেন, দমদম সাংসদ সৌগত রায়,স্থানীয় বিধায়ক তাপস রায়,কামারহাটির বিধায়ক মদন মিত্র,পুরপ্রধান অপর্না মৌলিক, উপ পুরপ্রধান দিলীপ নারায়ণ বসু,মূল সংগঠক অঞ্জন পাল সহ অন্যান্য গুণীজনেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top