মোটা বেতনে প্রচুর শূন্যপদে কর্মী নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, কবে আবেদন করবেন? জানুন। ব্যাঙ্কের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হবে। মোট ৩৭৬টি আসনে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হবে। রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োরের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অফ বরোদা। প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল সাইট bankofbaroda.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি গত ১৯ নভেম্বর শুরু হয়েছিল। আগামী ৯ ডিসেম্বর আবেদন করার শেষ তারিখ৷
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ পদে তুক্তিভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। মোট ৩৭৬টি শূন্যপদের মধ্যে ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজারের পদে ৫০টি আসন রয়েছে। বাকি ৩২৬টি পদে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হবে। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: এই পদের জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য আবেদনকারী আবেদনকারীদের বয়স ২৪ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দেড় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হতে হবে, সঙ্গে বিভিন্ন পদের ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট পদে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
আর ও পড়ুন ৩০টি দেশে ঢুকে পড়েছে করোনার নতুন বিপজ্জনক স্ট্রেন ওমিক্রণ
উল্লেখিত শূন্যপদগুলির ক্ষেত্রে তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধী এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে যথাক্রমে ১০, ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত বাছাই, পার্সোনাল ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন এবং অন্যান্য পদ্ধতিতে।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন শর্ট লিস্টিং এবং পরবর্তী রাউন্ড ইন্টারভিউ এবং/অথবা গ্রুপ ডিসকাশন এবং/অথবা অন্য কোন নির্বাচন পদ্ধতির উপর ভিত্তি করে করা হবে। ইউআর/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বর ৬০%। এসসি/এসটি/ওবিসি/পিডব্লিউডি প্রার্থীদের জন্য, সেটা ৫৫% হতে হবে।
আবেদন ফি
আবেদন ফি এবং ইনটিমেশন চার্জ (অফেরতযোগ্য) সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা (GST এবং লেনদেন চার্জ প্রযোজ্য)। SC/ST/PWD/মহিলা প্রার্থীদের জন্য ১০০ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ – ফেরতযোগ্য নয়) (GST এবং লেনদেন চার্জ প্রযোজ্য)।