পূর্ব বর্ধমান – বর্ধমানের এক প্রত্যন্ত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের তৈরি সামগ্রী কিনে তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভার পাশাপাশি শিল্প ও হস্তশিল্পের প্রচারের জন্য আয়োজিত স্টল থেকে মুখ্যমন্ত্রী একটি কাঁথা স্টিচের শাড়ি এবং কিছু গয়না কেনেন। এই পদক্ষেপে বর্ধমানের স্থানীয় শিল্পীরা যেন অভাবনীয় সম্মান এবং স্বীকৃতি পেলেন।
পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের ভেদিয়া গ্রামের ‘অজয় মহিলা দল’-এর সদস্যরা কাঁথা স্টিচ ও হস্তশিল্পের কাজ করেন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার পাশে তাঁরা নিজেদের স্টল দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে সভাস্থলে প্রবেশের আগে মুখ্যমন্ত্রী সরাসরি শিল্পীদের স্টলে চলে যান। তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন, তাঁদের হাতের কাজের প্রশংসা করেন এবং নিজের পছন্দমতো একটি কাঁথা স্টিচের শাড়ি ও কিছু চুড়ি ও গলার হার কেনেন। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের নগদ ১০ হাজার টাকা প্রদান করেন, যার মধ্যে শাড়ির দাম ছিল ৯ হাজার টাকা এবং বাকি এক হাজার টাকায় তিনি গয়না নেন।
শিল্পীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ তাঁদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আনজুমানারা বেগম ও মর্জিনা শেখরা বলেন, “রাজ্য সরকারের সহায়তায় আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছি, এটা জানতাম। কিন্তু মুখ্যমন্ত্রী যে নিজে এসে আমাদের হাতের কাজ দেখে শাড়ি কিনবেন, তা কল্পনাও করিনি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার এবং কাজের সর্বোচ্চ স্বীকৃতি।” যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে না পারার আক্ষেপ তাঁদের রয়েছে, তবে এই অভূতপূর্ব স্বীকৃতির পর তাঁরা আরও বেশি উদ্যম নিয়ে কাজ চালিয়ে যেতে চান।
