
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৯ মার্চ, শহর বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় বুধবার রাত্রিবেলা চলে ট্রাফিকের কড়া নজরদারি। হেলমেট বিহীন অবস্থায় যে সমস্ত বাইক চালক গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ।
‘সেভ ড্রাইভ সেফ লাইফ’-এর বারবার প্রচার চালালেও বেপোরোয়াভাবে বাইক চালানো কমেনি।বুধবার যারা যারা নিয়ম ভেঙে যাতায়াত করছিল তাদের সকলকে আটকে ট্রাফিক পুলিশ। হেলমেট বিহীনভাবে বেপোরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ ট্রাফিক বিভাগের। দুর্ঘটনা এড়াতেই চলছে রাতেরবেলা নজরদারি ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী-র উদ্যোগে।সবচেয়ে মজার ব্যাপার, গাড়ি ধরপাকর চলাকালিন বড়নীলপুল মোড় এলাকায় রাত্রিবেলা লাইন দিয়ে একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে সাধারন মানুষ।



















