বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে রাজ্যের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তারপর থেকেই রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তাই শনিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত এই মিছিলটি পরিক্রমা করে। কার্জন গেট চত্বরে এসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
তারপর গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করা হয়। এই প্রতিবাদ সভা থেকে বর্ধমান জেলা বিজেপি সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, পার্থ চট্টোপাধ্যায় একজন শিক্ষা মন্ত্রী হয়ে বাংলাকে কলঙ্কিত করেছে, রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দর বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা শিক্ষামন্ত্রী হয়ে তার এই কাজ সত্যিই লজ্জা জনক এরই প্রতিবাদে এই দিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন।
পাশাপাশি সিপিআইএমের পক্ষ থেকেও এদিন একই বিষয় নিয়েই কার্জনগেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করা হয়।অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, এর আগে পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য দেখা যায়নি। এই ঘটনা খুবই নিন্দনীয়। শিক্ষক নিয়োগে দুর্নীতি যে হয়েছে তা আজ প্রমাণিত সত্য। গরিব ছাত্র-ছাত্রীদের টাকা আত্মসাৎ করে তারা নিজেদের সম্পত্তি বাড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে তারা আজ রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন।
আরও পড়ুন – অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্তম্ভিত বেলঘড়িয়ার দেওয়ান পাড়ার বাসিন্দারা
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে রাজ্যের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তারপর থেকেই রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তাই শনিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত এই মিছিলটি পরিক্রমা করে। কার্জন গেট চত্বরে এসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।তারপর গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করা হয়।
এই প্রতিবাদ সভা থেকে বর্ধমান জেলা বিজেপি সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, পার্থ চট্টোপাধ্যায় একজন শিক্ষা মন্ত্রী হয়ে বাংলাকে কলঙ্কিত করেছে, রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দর বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা শিক্ষামন্ত্রী হয়ে তার এই কাজ সত্যিই লজ্জা জনক এরই প্রতিবাদে এই দিন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন।