বর্ধমান – বর্ধমানে এসে ভোটার তালিকা প্রস্তুতির কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরে দিনভর বৈঠক করে তিনি জানান, তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইলেক্টোরাল রোল সঠিকভাবে তৈরি হয়। তাঁর কথায়, বড় কোনও সমস্যা নেই, যদিও কিছু সফটওয়্যার-সম্পর্কিত বিষয় ERO–রা চিহ্নিত করেছেন। কয়েকজন ভোটার ফর্ম সংগ্রহ করলেও পরে জমা দেওয়ার কথা ভেবে অন্যত্র চলে যাওয়ায় কিছু ফর্ম আনকালেক্টেড অবস্থায় রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিটি বিধানসভা ধরে ERO–দের সঙ্গে বিস্তারিত পর্যালোচনায় উঠে এসেছে এনুমারেশন কতদূর এগিয়েছে, কত ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজ করা হয়েছে এবং কোন ফর্ম জমা হয়নি তার কারণ।
তিনি জানান, রাতের মধ্যেই সব আনকালেক্টেড ফর্ম সিস্টেমে আপলোড বা রেজিস্টার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া যাতে সুসংগঠিতভাবে হয় এবং ত্রুটিমুক্ত ভোটার রোল প্রস্তুত করা যায়—সেদিকেই নজর দিতে বলা হয়েছে। আগামী সাত-আট দিনের মধ্যেই যথাসম্ভব নিখুঁত তালিকা তৈরির লক্ষ্য রাখা হয়েছে। সুব্রত গুপ্ত বলেন, কাজ কতটা সন্তোষজনক হয়েছে তা জানা যাবে ড্রাফ্ট পাবলিকেশনের পরে। ১১ ডিসেম্বর প্রকাশিত ড্রাফ্ট ভোটার তালিকা সব দফতরে টাঙানো হবে এবং রাজনৈতিক দলগুলিকেও দেওয়া হবে। তাঁদের ফিডব্যাকই নির্ধারণ করবে রোলের গুণমান।
তিনি আরও জানান, কমিশনের স্পষ্ট নির্দেশ—কালেক্টেড ফর্ম আর কোথাও আটকে রাখা যাবে না। আনকালেক্টেড ফর্ম অবিলম্বে স্ক্যান করে সিস্টেমে ঢোকাতে হবে বা আনমার্ক হিসেবে রেজিস্টার করতে হবে। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যদি কোনও বিদেশির নাম ভুলবশত ভোটার তালিকায় থেকে যায়, তদন্তের মাধ্যমে তা বাদ দেওয়া হবে।




















