‘বর্ধমান রেলস্টেশনের দুর্ঘটনা দুর্ভাগ্যবশত, তদন্ত চলছে’, পূর্ব রেল জেনারেল ম্যানেজার

‘বর্ধমান রেলস্টেশনের দুর্ঘটনা দুর্ভাগ্যবশত, তদন্ত চলছে’, পূর্ব রেল জেনারেল ম্যানেজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ জানুয়ারি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়া থেকে অন্ডাল পর্যন্ত রেলস্টেশনগুলি ও রেল লাইনের পরিকাঠামো পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসেই প্রশ্ন ওঠে বর্ধমানের স্টেশনের মূল গেটের একাংশ ভেঙে পড়ার দুর্ঘটনা ও রেলের নিরাপত্তা নিয়ে। যা নিয়ে তিনি জানান, বর্ধমান রেলস্টেশনের দুর্ঘটনা দুর্ভাগ্যবশত, ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ সেই ঘটনার তদন্ত শুরু করেছে।

জানুয়ারি মাসের গত ৪ তারিখ রাত্রি ৮:১৫ নাগাদ হঠাৎ ভেঙ্গে পড়ে বর্ধমান রেলস্টেশনের মূল গেটের একাংশ। যে দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। একজন চিকিৎসায় সুস্থ হলেও অপরজনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে শুক্রবার সিউড়ি রেলস্টেশন পরিদর্শনে এসে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা জানান, “বর্ধমান রেলস্টেশনের মূল গেটের একাংশ ভেঙ্গে পড়ে যাওয়া দুর্ভাগ্যজনক। রেলের উচ্চস্তরের আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ১০ দিনের মধ্যে সেই ঘটনার রিপোর্ট আসার পর রেল যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তবে এই মুহূর্তে যেহেতু সেই ঘটনার তদন্ত চলছে তাই এখন কিছু বলা সম্ভব নয়।”

ঘটনায় আহত ১ রেলযাত্রী ও নিহত আর এক রেলযাত্রী প্রসঙ্গে তিনি জানান, “সেই দুর্ঘটনায় যে দুজনকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল তাদের সমস্ত রকম ব্যবস্থা করে রেল। একজন সুস্থ হয়ে চলে যাই কিন্তু দুর্ভাগ্যবশত অন্য একজনের মৃত্যু হয়। যার মৃত্যু হয়েছে তার কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।”

প্রসঙ্গত শুক্রবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুমিত শর্মা সিউড়ি রেলস্টেশন ও অন্যান্য রেলস্টেশন পরিদর্শনে এসে রেলের পরিকাঠামো কতটা উন্নত করা হয়েছে তা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বলেন, “সিউড়ি স্টেশনে একটি ১০০ ফুটের মনুমেন্টাল ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় স্টেশন চত্বর ঘিরে ফেলা হয়েছে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে। পাশাপাশি রেলস্টেশনে আগত রেল যাত্রীদের জন্য ওয়েটিং রুম ও অন্যান্য পরিকাঠামো উন্নত করা হয়েছে। আমরা সিউড়ি স্টেশন থেকে হাওড়া যাওয়ার ট্রেনের সময়সূচি নিয়ে যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top