বর্ধমান শহরে পুজো দেখার সুবিধার্থে ‘সবার পুজো’ অ্যাপ চালু, কঠোর যান নিয়ন্ত্রণ

বর্ধমান শহরে পুজো দেখার সুবিধার্থে ‘সবার পুজো’ অ্যাপ চালু, কঠোর যান নিয়ন্ত্রণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বর্ধমান – বর্ধমান শহরে পুজো উদযাপনকে সহজতর করতে জেলা পুলিশ চালু করেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ। শুক্রবার জেলা পুলিশ সুপার সায়ক দাস ‘সবার পুজো’ নামের এই অ্যাপের উদ্বোধন করেন। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপের মাধ্যমে পুজো মণ্ডপে পৌঁছানোর ম্যাপ, যান নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

পুজোর দিনগুলিতে বর্ধমান শহরে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর যান নিয়ন্ত্রণ করা হয়েছে। শহরের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী যান চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ৪ অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বাইক, টোটো ও রিকশাও এই নির্দেশিকার আওতায় থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড পর্যন্ত, এনএইচ-১৯ সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোডসহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top