বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: প্রায় ৯০০ ভূমিহীনের হাতে জমির পাট্টা

বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: প্রায় ৯০০ ভূমিহীনের হাতে জমির পাট্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – বর্ধমানে জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৯০০ জন ভূমিহীনের হাতে জমির পাট্টা তুলে দিতে চলেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। বর্ধমানের মঞ্চ থেকে পশ্চিম বর্ধমানের কয়েকজন সুবিধাভোগীকেও জমির পাট্টা দেওয়া হবে। এরপর এই জমিতেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় গৃহনির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, এত সংখ্যক ভূমিহীন পরিবারের হাতে একসঙ্গে জমির পাট্টা দেওয়ার ঘটনা রাজ্যে বিরল। মুখ্যমন্ত্রীর এই সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে রাস্তা সংস্কারের কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সামগ্রী বিতরণ এবং শিক্ষার্থীদের মধ্যে ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল প্রদান। পাশাপাশি, জেলায় সাম্প্রতিক সময়ে বেড়ে চলা সড়ক দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের আওতায় হেলমেট বিতরণও করা হবে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি বিহারের ১১ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, যা প্রশাসনকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ফলে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদ দুঃস্থ পরিবারের জন্য ঘর তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রীর হাত ধরেই এর আনুষ্ঠানিক সূচনা হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের অর্থ বন্ধ হয়ে যাওয়ার পরেও নিজস্ব উদ্যোগে গৃহনির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, যারা সরকারি অনুদান পাওয়ার পরেও বাড়ি নির্মাণ করেননি, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়েই বর্ধমানের জিটি রোড সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়েই শহরে প্রবেশ করবেন। শহরের সৌন্দর্যায়নের জন্য রাস্তার পাশে গাছ লাগানোর কাজও চলছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জমির পাট্টা বিতরণের ওপর। সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও স্থায়ী বাসস্থান নিশ্চিত করা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top