নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ১৭ই ডিসেম্বর : বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল হরিহরপাড়া ব্লক মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন সমবায় ও প্রানী সম্পদ মেলা। সোমবার এই মেলার সূচনা হয় হরিহরপাড়া প্রানী সম্পদ বিকাশ দপ্তরে।
এদিন এই মেলার সুচনা করেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ,উপস্থিত ছিলেন সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু মিরাজুল ইসলাম, বিডিও পুর্নেন্দু সান্যাল, যুগ্ম বিডিও উদয় কুমার পালিত , সিডিপিও অশোক মজুমদার, ব্লক সহ কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।এই মেলা চলবে আগামী তিন দিন, মেলায় রয়েছে কৃষি ও সংক্রান্ত বিষয়ের প্রদর্শনী। রয়েছে বিভিন্ন ধরনের স্টল। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।