বর্ষবরণের আগে হাওড়া শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে পুলিশ

বর্ষবরণের আগে হাওড়া শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বর্ষবরণের

বর্ষবরণের আগে হাওড়া শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে পুলিশ । বর্ষবরণের আগে হাওড়া শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হাওড়া সিটি পুলিশ।বর্ষবরনের পূর্বে বর্ষ বিদায়ের রাত নির্বিঘ্নে অতিক্রম করতে একাধিক উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিস। বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ সহ হাওড়া শহরে ঢোকার সমস্ত প্রবেশপথগুলিতে ইতিপূর্বে রাত থেকে শুরু হয়েছে বিশেষ নজরদারি।

 

পাশাপাশি এই জায়গাগুলিতে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে থাকছে ব্রেথ অ্যানালাইজার যন্ত্র। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাওড়া সিটি পুলিস। পাশাপাশি রাস্তায় পুলিসের টহলদারিও বাড়ানো হয়েছে। রাতের দিকে তা আরও কড়া হবে বছরের শেষ ও শুরুর দিন দুটিতে। এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড হাওড়া সিটি পুলিশের মহিলা উইনার্স দল মহিলাদের সুরক্ষার দিতে জন্য প্রস্তুত। এছাড়াও থাকবে সাদা পোশাকের পুলিসও।

 

আর ও পড়ুন     লকডাউনের পথে এখনই হাঁটতে রাজি নয় রাজ্য সরকার, ইঙ্গিত দিলেন মমতা

 

অ্যান্টি রোমিও স্কোয়াডের দল আজকে শহরের বেশ কিছু মল চিহ্নিত করে সেখানে নামানো হয়েছে। মঙ্গলবার হাওড়া পুলিস কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) দ্যুতিমান ভট্টাচার্য বলেন, আমরা সবরকমের সতর্কতামূলক ব্যবস্থাই করেছি। মানুষ আনন্দ করুন। কিন্তু তাতে যেন অন্য কারও সমস্যা না হয় বা বেআইনি কিছু না হয়। সেদিকে আমরা নজর রাখব। পাশাপাশি শহরের বেশ কিছু স্থানে ও বিভিন্ন মলে বোম স্কোয়ার্ড, স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি অভিযান।

 

তিনি আরও জানান, পদস্থ পুলিসকর্তাদের এক-একটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার বিভিন্ন হোটেলে কারা ঢুকছেন, কারা কখন বেরচ্ছেন, সেসবের জন্য একাধিকবার অভিযান করা হচ্ছে। হাওড়া শহরের বিভিন্ন পানশালা, রেস্তরাঁ এবং কার পার্কিংয়ের জায়গাগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তিনি আরও বলেন, কলকাতার দিক থেকে মধ্যরাতের পার্টি শেষ করে যাঁরা ফেরেন, তাঁদের উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে মদ্যপ চালকদের ধরাও হবে।

 

পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়া শহরের সার্বিক নিরাপত্তার জন্য শহরের বড়ো হোটেলে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং তা যাতে ঠিকঠাক কাজ করে, সেই বিষয়ে নিশ্চিত করতে বলা হয়। সেই পরিকাঠামো পুলিসি নজরদারিতে এখন কাজে লাগানো হচ্ছে। হাওড়ায় ঢোকার দু’টি টোল প্লাজা এবং শপিং মলের চারপাশে বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top