নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ জানুয়ারি, অন্যবার মতোই বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটি তে ভক্তদের ঢল নেমেছে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই এই দিনটিতে কল্পতরু উৎসব উদযাপিত হয়।বুধবার সকালেই বিশেষ মঙ্গলারতি হয়েছে কাশীপুর উদ্যানবাটিতে।
দিনভর চলবে পুজোপাঠ। আলোচনা করা হবে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে।কল্পতরু উৎসবে যোগ দেন বহু মানুষ। দিনভর চলে হোম-যজ্ঞ ও পুজোপাঠ। এবছরও তার ব্যতিক্রম হয়নি ।কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকাল থেকেই মন্দিরের বাইরে ভক্তের ঢল।