নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১ জানুয়ারি, সারা বিশ্ব যখন আনন্দ উল্লাসে বর্ষবরণে মত্ত, তখন বর্ষবরণের দিনে মানবিকতার ছবি দেখা গেল ভাঙ্গরে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটালেন দুপুরের আহার ও শীতের কম্বল প্রদান করে।
ভাঙড়ের ভাটিপোতা আদিবাসী গ্রামের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বুধবার বর্ষবরণের দিন আদিবাসী অধ্যুষিত আবাল-বৃদ্ধ-বণিতার হাতে খাবার এবং শীতের কম্বল তুলে দিল কলকাতা লেদার কমপ্লেক্স থানার আইসি স্বরুপ কান্তি পাহাড়ি। এলাকার তৃণমূল কংগ্রেস সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেডানার পক্ষ থেকে এদিন আদিবাসী অধ্যুষিত এলাকার ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেয়া হলো মিষ্টির প্যাকেট এবং বিরিয়ানি। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষকে দেয়া হল কম্বল। যা পেয়ে এলাকার সাধারণ মানুষ খুবই খুশি।