বর্ষাকালে চুলের যত্ন নিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্ক্যাল্প স্ক্রাব

বর্ষাকালে চুলের যত্ন নিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্ক্যাল্প স্ক্রাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪শে জুন, ২০২১ : বর্ষাকাল আসা মানেই কপালে চিন্তার ভাঁজ পড়া। তার কারণ অসম্ভব চুল পরে যাওয়ার সমস্যায় ভুগতে হয়। তবে আপনি যদি আপনাকে চুলের সঠিক মান অনুযায়ী যত্ন নিতে পারেন চুলের তাহলে এই সমস্যা থেকে নিমিষেই সমাধান পেয়ে যাবেন । এবার একনজরে জেনে নিন আপনার চুলের মান অনুযায়ী বাড়িতেই স্ক্যাল্প স্ক্রাব বানিয়ে কিভাবে যত্ন নেবেন আপনার চুলের।

১) খুসকি নির্মূল করতে যতই পন্থা অবলম্বন করা হোক না কেন, বারে বারে ফিরে আসে । বর্ষার দিনে খুসকি তাড়াতে হিমালয়ন সল্টের সঙ্গে সামান্য পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটি পেস্ট তৈরি করুন। যদি অস্বাভাবিক রকমের খুসকির প্রবণতা থাকে, তাহলে ওই পেস্টের সঙ্গে তিন ফোঁটা টি ট্রি ওয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন।
২) বর্ষাতেও চুলের উজ্জ্বলতা ও ভলিউম সঠিক রাখার চেষ্টা করলেও রাখতে পারছেন কই! শুষ্ক চুলের জন্য কফি পাউডার, দুধ, কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল নিয়ে একটি উপকারী পেস্ট বানান। কফি চুলের ও স্ক্যাল্পের শুষ্কতা দূর করে ও চুলের গোড়ায় পুষ্টি জোগান দিয়ে চুলে যৌবন ফিরিয়ে আনে।


৩ ) বৃষ্টির দিনগুলিতে তেলতেলে চুলের পরিচর্চার জন্য কত কিছুই না করেন। তৈলাক্ত স্ক্যাল্পের জন্য দরকার প্রচুর পরিমাণে টিএসসি,কারণ এর কারণে আপনার কপালে জ্বালাভাব ও ফুসকুড়র মতো র্যাসেস বের হতে পারে। স্ক্যাল্পে চটচটে তেল হঠাতে লেবুর রসের সঙ্গে জলে ভেজানো মেথি বাটা মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন। ২০ মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) বর্ষায় নিস্তেজ হয়ে যাওয়া চুলের সমস্যার মুখে পড়েন অধিকাংশই। এর জন্য কফি পাউডারের সঙ্গে কিছু পরিমাণ দই নিয়ে চুলের গোড়ায় ও গোটা চুলে ব্যবহার করুন। এই প্যাকের জন্য স্ক্যাল্পের গোড়া পরিস্কার হয়, মাথার ত্বকের ছিদ্রগুলি খুলে যায়। চুলের গোড়া শক্ত ও উজ্জবল ত্বকের জন্য এই প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে দুবার।
৫) বর্ষাকালে এই সমস্যা অন্যতম। শক্তিশালী স্ক্যাল্প এক্সফোলিয়েটরের জন্য সি সল্ট, লেবুর রস, অলিভ ওয়েল সমপরিমাণ নিয়ে একচি দুর্দান্ত পেস্ট বানান। স্ক্যাল্প ও চুলের মাসাজের জন্য দুরন্ত উপায়।
তবে, অব্যশই যেকোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top