বর্ষার প্রাক্কালে সুন্দরবনের দুর্বল নদী বাঁধের কাজ শুরু করল প্রশাসন

বর্ষার প্রাক্কালে সুন্দরবনের দুর্বল নদী বাঁধের কাজ শুরু করল প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বর্ষার প্রাক্কালে সুন্দরবনের দুর্বল নদী বাঁধের কাজ শুরু করল প্রশাসন “রায়মঙ্গল গৌড়েশ্বর ইছামতি বেতনি কালিন্দী সহ দুর্বল নদী বাঁধের কাজ শুরু” বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি একাধিক নদী বাঁধের কাজ শুরু করেছে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত। একদিকে হিঙ্গলগঞ্জ এর যোগেশ গঞ্জ গ্রাম পঞ্চায়েতের সরদারপাড়া রায়মঙ্গল নদী দুর্বল বাধের কাজ শুরু করেছে পঞ্চায়েত থেকে অন্যদিকে যেসব সুইচগেট গুলো দুর্বল হয়েছিল সেগুলো দিবারাত্র কাজ করে বর্ষার আগে সচল করছে। স্থানীয় প্রশাসন।

 

পাশাপাশি সন্দেশখালির ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া খেয়াঘাটে পঞ্চায়েতের তরফ থেকে কাজ শুরু হয়েছে। পাশাপাশি নদীবাধ গুলোর ওপর নজরদারি শুরু করে স্থানীয় প্রশাসন সেচ দপ্তর ব্লক প্রশাসনও পঞ্চায়েতের। তরফ থেকে সব রকম দুর্বল নদী বাঁধের কাজ বর্ষার আগেই সম্পূর্ণ সেরে ফেলে দিতে চাইছে। এমনটাই জানালেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা, বলেন এন আর জি এ প্রকল্পের কাজ বন্ধ হয়েছে, কেন্দ্র সরকার ঠিকমতো টাকা দিচ্ছে না। যার কারণে বড় কাজগুলো করতে আমাদের অসুবিধায় পড়তে হচ্ছে। দ্রুত সেগুলো কাজ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। যার জন্য ধীরে ধীরে সেই কাজ করতে হচ্ছে। সব মিলিয়ে বর্ষার আগে দুর্বল বাধের কাজে কোমর বেঁধে নেমেছে ব্লক প্রশাসন তা বলা বাহুল্য।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা

উল্লেখ্য, বর্ষার প্রাক্কালে সুন্দরবনের দুর্বল নদী বাঁধের কাজ শুরু করল প্রশাসন “রায়মঙ্গল গৌড়েশ্বর ইছামতি বেতনি কালিন্দী সহ দুর্বল নদী বাঁধের কাজ শুরু” বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি একাধিক নদী বাঁধের কাজ শুরু করেছে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত। একদিকে হিঙ্গলগঞ্জ এর যোগেশ গঞ্জ গ্রাম পঞ্চায়েতের সরদারপাড়া রায়মঙ্গল নদী দুর্বল বাধের কাজ শুরু করেছে পঞ্চায়েত থেকে অন্যদিকে যেসব সুইচগেট গুলো দুর্বল হয়েছিল সেগুলো দিবারাত্র কাজ করে বর্ষার আগে সচল করছে। স্থানীয় প্রশাসন। পাশাপাশি সন্দেশখালির ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া খেয়াঘাটে পঞ্চায়েতের তরফ থেকে কাজ শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top