রাজ্য – বর্ষার শেষভাগেও রাজ্যকে রেহাই দিচ্ছে না প্রাকৃতিক দুর্যোগ। রবিবার সকাল থেকে ফের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে দুর্যোগের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থানেও পরিবর্তন হয়েছে, যা বর্তমানে দিল্লির উপর দিয়ে ফিরোজপুর, পাতিয়ালা, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও আকাশ মেঘলা থেকে বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে যে কোনও সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামীকাল সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, আর উত্তর দিনাজপুর ও কোচবিহারে রয়েছে হলুদ সতর্কতা।
মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি থাকলেও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে থাকবে হলুদ সতর্কতা। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির দাপট বাড়বে, বিশেষত দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে। নিচু এলাকা প্লাবিত হতে পারে, আর দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনাও প্রবল। ফলে উত্তর ও দক্ষিণ—দুই বাংলায়ই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
