রাজ্য – বর্ষা বিদায়ের পরও বৃষ্টি রাজ্যকে ছাড়ছে না। শুষ্ক আবহাওয়ার প্রভাব শুরু হলেও আবহাওয়া দপ্তর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দুর্গাপুজোর মতোই কালীপুজোতে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও তুমুল বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। অধিকাংশ জেলায় পরিষ্কার আকাশ বিরাজ করবে। ভোরে হালকা কুয়াশা ও হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। কিছু জেলায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলেও অস্বস্তি কম থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে হাওয়ার পরিমাণ তুলনামূলক বেশি থাকবে।
সপ্তাহান্তে আবহাওয়ায় ফের পরিবর্তন দেখা দেবে। শনিবার ও রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে।
উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভোর ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে গোটা দেশে বর্ষা বিদায় নেবে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত বিদ্যমান।
