রাজ্য – বর্ষা বিদায় নিয়েছে বহুদিন আগে, তবু রাজ্যজুড়ে থেমে থেমে বৃষ্টি চলছেই। সকাল ও রাতে হালকা ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়লেই রোদের তেজে গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে কালীপুজো ও দীপাবলির আগেই ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পূবালি হাওয়ার সংঘাতে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এর ফলেই শনিবার রাজ্যের ছ’টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বর্ষা বিদায়ের পর আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া স্পষ্ট। সকাল ও রাতে মনোরম আবহাওয়ার পাশাপাশি দিনে রোদ উঠলেই তাপমাত্রা বাড়ছে। কয়েকদিন আগেই তাপমাত্রা কিছুটা কমেছিল, তবে এই সপ্তাহের শেষে দিন ও রাতের গড় তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতাও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে পূর্বাভাস। শনিবার ও রবিবার একই ধরনের আবহাওয়া বজায় থাকবে, তবে সোমবার থেকে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঠান্ডা কিছুটা কম অনুভূত হতে পারে। বুধবারের পর ফের শুষ্ক হয়ে উঠবে রাজ্যের আবহাওয়া।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা দিতে পারে আবহাওয়ার পরিবর্তন। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা, বাতাসে থাকবে গুমোট ভাব। রাজ্যে বর্ষা বিদায়ের পর থেকেই রাতের তাপমাত্রা নেমে এসেছে ২৩ ডিগ্রিতে এবং দিনের তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। তবে এই সপ্তাহে সামান্য উর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। ফলে আপাতত বঙ্গে মনোরম আবহাওয়া বজায় থাকলেও, সেই আবহ কতদিন স্থায়ী হয়, সেটাই এখন বড় প্রশ্ন।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতের শুষ্ক, ঠান্ডা হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ, আর্দ্র হাওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই মেঘের কারণেই হেমন্তের শুরুতে ফের বৃষ্টি হতে পারে বঙ্গে। শীতের আগমনের মাঝেই তাই ফের একবার ছাতা হাতে নিতে হতে পারে রাজ্যবাসীকে।
