বলিউডে খুশির খবরে ভরে গেল ২০২৫, রাজকুমার রাও-পত্রলেখার কন্যা সন্তানের আগমন

বলিউডে খুশির খবরে ভরে গেল ২০২৫, রাজকুমার রাও-পত্রলেখার কন্যা সন্তানের আগমন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বলিউডে একের পর এক খুশির খবর আসছে। সম্প্রতি পুত্রের বাবা-মা হওয়ার খবর দিয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, তার আগেই পুত্রের জন্মের ঘোষণা দিয়েছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এবার বাবা-মা হওয়ার আনন্দের খবর দিয়েছেন রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা। শনিবার (১৫ নভেম্বর) সকালে যৌথ বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছেন, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে পত্রলেখা।

মজার বিষয় হল, ২০২১ সালের ১৫ নভেম্বরই রাজকুমার ও পত্রলেখা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঠিক চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই তারা কন্যার বাবা-মা হলেন। ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, “আমরা অনেক খুশি। ঈশ্বর আমাদের একটি কন্যা সন্তানের আশীর্বাদ করেছেন। ধন্য বাবা-মা, পত্রলেখা এবং রাজকুমার।” রাজকুমার পোস্টে আরও লিখেছেন, “আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।”

রাজকুমার ও পত্রলেখা প্রায় এক দশক ধরে সম্পর্কে ছিলেন। ২০২১ সালে ‘সিটিলাইট’ ছবির অভিনেতারা গাঁটছড়া বাঁধেন। তাদের গর্ভধারণের খবর জল্পনায় থাকলেও, অবশেষে জুলাই মাসে বাবা-মা হওয়ার ঘোষণা দেন। এ বছরের শুরুতে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিও কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। ২০২৫ সাল তাই বলিউডে খুশির আবহে ভরে উঠেছে।

কাজের ক্ষেত্রে, রাজকুমারের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। তাকে ‘টোস্টার’ এবং ‘উজ্জ্বল নিকম’ বায়োপিকে দেখা যাবে। পত্রলেখার নতুন ছবি ‘সূর্যস্ত’ এবং ওটিটি সিরিজ ‘গুলকান্দা টেলস’-এও তাকে দেখা যাবে। ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে আসবে, তবে মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি। এই বছরের শুরুতে রাজকুমার ও পত্রলেখা KAMPA ফিল্মস নামে প্রযোজনা সংস্থা শুরু করেছেন। ‘টোস্টার’ তাদের প্রথম প্রযোজনা উদ্যোগ, যেখানে রাজকুমার ও সান্যা মালহোত্রা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top