
বল খেলার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যাক্তিকে বেধড়ক মারধোর করল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পাকুড়িয়া বিলেরধার এলাকায়। শুক্রবার বিকেলে পেশায় রাজমিস্ত্রী অভিযুক্ত দুলাল সরকার তার প্রতিবেশী দুই নাবালিকাকে বল খেলার জন্য ডেকে তাদেরকে শারীরিক ও যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। তারপর ওই দুই নাবালিকা কাঁদতে কাঁদতে এসে তাদের মা কে সব ঘটনা খুলে বলে। উত্তেজিত জনতা অভিযুক্ত দুলাল সরকারকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধোর করে। বহরমপুর থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত দুলাল সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই ব্যাক্তি এই ঘটনা ঘটিয়ে আসছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।



















