মুর্শিদাবাদ- মাঠ থেকে বল কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল এক শিশু। কে জানত বল নয়, কুড়িয়ে পাওয়া লোহার বস্তুটি আদতে বোমা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া গোয়ালজন এলাকার বহড়া গ্রামে। সূত্রের খবর , বুধবার সকালে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আওয়াজ পেয়ে গ্রামবাসীরা গিয়ে দেখেন গ্রামেরই বাসিন্দা আতাহার শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।
তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেয়। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা ও দুই শিশু।তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, লোহার বল ভেবে শিশুটি আসলে সকেট বোমা বাড়িতে নিয়ে এসেছিল। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু খোলা মাঠে কে বোমা রেখেছিল সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি এলাকার আশেপাশেই বোমা তৈরি হচ্ছে? নাকি বড়ো কোনো নাশকতার ছক? আতঙ্কে রয়েছে এলাকাবাসী। পুলিশ নিরাপত্তা জন্য এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে।
