বসত ভিটা দ়খলকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ায়! এবার একটি বসত ভিটা দখল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার ফুলি়য়ার বেলঘরিয়া অঞ্চলের ছরায় এলাকায়।সূত্রের খবর,ওই জমিতেই বসবাসকারি এক মহিলাকে পুলি়শের সামনেই বাঁশপেটা করে এলাকারই কয়েকজন দুষ্কৃতি বলে জানা গিয়েছে ।জানা গিয়েছে,ঐ মহিলা প্রায় ৪২ বছর ধরে ঐ এলাকার ই একটি সরকারি জমিতে বাস করতেন। এদিকে, ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জায়গায় বসবাস কারিদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানান।
আর ও পড়ুন টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী
তখন ঐ মহিলা সেই জায়গার পাট্টা পান।তারপর থেকেই বেশ কয়েকবছর ঐ জমিতে ঘর করে বসবাস করতেন তিনি।কিন্তু হঠাৎ বর্তমানে ঐ এলাকারই কিছু দুষ্কৃতি দাবি তোলে যে জমিটি তাদের এবং ঐ জমি থেকে মহিলাকে উঠে যেতে হবে । তারপরই তারা ঐ মহিলার উপর চড়াও হয় । জোর করে ওই মহিলাকে ঘর থেকে বের করে ওনার ঘরে তালা দিয়ে দেওয়া হয়। পুলিশের সামনে বাঁশ পেটা ও করা হয়।শুধু তাই নয় যে কারণে ওই মহিলা জীবিকা নির্বাহ করে সেই পাক ঘরও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তবে,মহিলার অভিযোগ এটি প্রথম বার নয়। এর আগেও একাধিকবার ওই মহিলার ওপর দুষ্কৃতীরা চড়াও হয়েছিল।কিন্তু সেবার গুলিতেও পুলিশ শুধু নীরব দর্শকের ভুমিকা পালন করে গিয়েছে।মহিলা বলেন, “আমি অবশেষে নিরুপায় হয়ে রানাঘাট পুলিশ সুপারের দ্বারস্থ হই।” জানা গিয়ছে, গোটা ঘটনার বিবরণ জানানোর পরই পুলিশ সুপারের তরফ থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয় শান্তিপুর থানা পুলিশকে বলে জানা গিয়েছে।