বসিরহাটের ইছামতি নদীর বাঁধ ভাঙলো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত

বসিরহাটের ইছামতি নদীর বাঁধ ভাঙলো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বসিরহাটের ইছামতি নদীর বাঁধ ভাঙলো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। ভরা কটলের জের, হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর, হাড়োয়ার বিদ্যাধরী বসিরহাটের ইছামতি নদীর বাঁধ ভাঙলো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত।। উত্তর 24 পরগনা বসিরহাট পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের নল করা এলাকার ঘটনা দিকে পৌরসভা অন্যদিকে সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের গজাল মাড়ি এলাকায় ইছামতি নদীর বাঁধ প্রায় ২০, ফুট নদীর বাঁধ ভেঙে নদীর জল ডগ ছাপিয়ে জল ঢুকতে শুরু করলো,

 

সোলা দানা গজাল বাগুন্দি যাবে জল ঢুকতে শুরু করলো, প্রায় পাচ শতাধিক বাড়িতে, নদীর নোনা জল ঢুকে যাওয়ায়। একদিকে আসবাবপত্র অন্যদিকে যেসব খাবার ছিল মজুদ করা সেগুলো নষ্ট হয়েছে। পাশাপাশি জমির ফসল তোলা ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে চাষের জমি অন্যদিকে মেছো ঘেরি ইটভাটা বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ছে।

 

এমনিতে বঙ্গোপসাগরের নিম্নচাপের জিরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। তার ওপরে নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকায় আতঙ্কে গ্রামবাসী রা। হঠাতে আজ দুপুর তিনটে নাগাদ ইছামতি নদীর বাঁধ ভেঙে যায়। গ্রামবাসীরা জ্বালাচ্ছেন এমনিতে পূর্ণিমা ভরা কোটাল তার ওপরে নদীর জল স্তরে বেড়ে গিয়ে এই বিপত্তি। ঘটনাস্থলে গ্রাম পঞ্চায়েতের প্রশাসন ও গ্রামবাসীরা মাটির বস্তা প্লাস্টিক বাঁশ শাল বললা দিয়ে বমেরামতি কাজের চেষ্টা করছে।

আরও পড়ুন – চতুর্থ রবিবারে শ্রাবণী মেলায় দেখা নেই পূর্ণ্যার্থীদের, দোকান , গোটাতে ব্যস্ত ব্যবসায়ীরা

অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের মামুদপুর এর গৌড়েশ্বর নদীতে প্রায় ১৫ ফুট নদী বাঁধ ভেঙে মামুদপুর উত্তর মামুদপুর সহ বেশ কয়টি গ্রামের নদীর একদিকে মেচোগেরিয়ে অন্যদিকে চাষের জমিতে জল ঢোকায় ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অশোক মন্ডল। এলাকা পরিদর্শনে যান দ্রুত বাধ মারামতি আশ্বাস দেন। নিজে দাঁড়িয়ে থেকে প্লাস্টিক মাটির বস্তা দিয়ে করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এবং পুরো বিষয়টা হিঙ্গলগঞ্জ এর বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ী, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলকে বিষয়টা জানান।

 

তারা প্রশাসনিকভাবে সবরকম আশ্বাস দিয়েছেন এমনকি কোন দুর্গতদের যদি খাবারের অসুবিধায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রিনের ব্যবস্থা করেছেন। শিশুদের জন্য গুঁড়ো দুধ বিস্কুট বরদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিছু মানুষকে উঁচু জায়গায় স্কুল বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।পাশাপাশি আজ বিকেল পাঁচটা নাগাদ হাড়োয়ার ব্লকের আট পুকুর অঞ্চলের বিদ্যাধরী নদীর প্রায় দশ ফুট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একদিকে মেছোঘেরি অন্যদিকে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন গেছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top