উত্তর 24 পরগণা – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করায় বসিরহাটের চিংড়ি রপ্তানি ব্যবসায় বড় সঙ্কট নেমে এসেছে। চিংড়ি রফতানিকারী, মৎস্যজীবী, এক্সপোর্টার ও প্যাকিং শ্রমিকরা ক্ষতির আশঙ্কায় দিশেহারা। দেশের প্রায় ২৫% চিংড়ি রপ্তানি হয় বসিরহাট থেকে, যার বড় অংশই যায় মার্কিন বাজারে। শুল্কবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে চাহিদা কমে গেলে বিকল্প বাজার ধরতে সময় লাগবে, যা অর্থনৈতিকভাবে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বসিরহাটের বিভিন্ন আড়ৎ থেকে বাগদা, গলদা ও ভেনামি চিংড়ির রপ্তানি ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ইউরোপ, পূর্ব এশিয়া ও অন্যান্য দেশে নতুন বাজারের সন্ধান এখন ব্যবসায়ীদের প্রধান চ্যালেঞ্জ।
