
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ ফেব্রুয়ারি, চুরি না ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য ৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ যুবতীর বাবা ও দাদার বিরুদ্ধে।তারই অভিযোগে গ্রেফতার হল দিল্লি থেকে বাবা ও ছেলে। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর গ্রামে আইপিএস ধৃতিমান সরকারের বাড়িতে ৫ লক্ষ টাকা চুরি হয় বলে অভিযোগ জানায় ২০১৮ সালের জুন মাসের ৩ তারিখ, পরিবারের লোকের দাবি, পরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে। সাথে পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছিল।
রীতিমত ধন্দে পড়েছিল জেলা ও রাজ্য পুলিশ তদন্তকারী অফিসাররা। শেষে ঘটনার পিছনে কারা জড়িত প্রায় দেড় বছর পরে পুলিশ জানতে পারে। দিল্লির হরিয়ানার বাসিন্দা বাবা শুকদেব সিং ছেলে মেহতা সিং এই চুরির মূল পান্ডাকে গ্রেফতার করা হয়। শুকদেব সিং-এর মেয়ে তথা যুবতী বছর চব্বিশের ফেসবুকে পরিচয় হয়েছিল দিল্লিতে ট্রেনিং থাকার সময় আইপিএস ধৃতিমান সরকারের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রেমালাপ আলাপচারিতা ঘটনাটা ২০১৭ সালের প্রথম দিকে।তারপর থেকে সিং পরিবারের বছর চব্বিশের যুবতী দাবি করে তাকে ধর্ষণ করা হয়েছে।
যুবতী দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে, তার ভিত্তিতে পুলিশি তদন্তে জানা যায় এটা পুরোটাই পরিকল্পিত। যুবতির বাবা- সুকদেব সিং, দাদা মেহেতা সিং বোনের এই কেস তুলে নেয়ার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা দাবি করে আইপিএস ধৃতিমান সরকারের কাছে। তিনি এখন বর্তমানে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, তিনি দিতে নারাজ হলে ২০১৮ সালের জুন মাসের ৩ তারিখে বসিরহাট সংগ্রামপুর বাড়িতে আসে। সেখানে আইপিএসের বাড়িতে এসেছ ভয় দেখিয়ে রীতিমতো পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ গতকাল সোমবার দিল্লির হরিয়ানা থেকে বাবা সুখদেব সিং ও ছেলে মেয়েতা সিং-কে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বসিরহাট থানায় আনা হয়েছে। ধৃতদের আগামীকাল বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।



















