নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি, পনের দাবিতে অত্যাচার চালানো হত বধূর উপর, এর জেরে গ্রেফতার করা হল শাশুড়ি-শশুর। বসিরহাট মহকুমার বসিরহাট থানার জিরাকপুড়ে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, বছরে একুশের মুক্তা আইচ-এর বিয়ে হয়েছিল চন্দ্রশেখর আইচের সঙ্গে। সাধ্যমত আসবাবপত্র নগদ অর্থ দিয়েছিল মেয়ের পরিবার। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে।গতকাল রবিবার রাত্রিবেলা ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ, অতিরিক্ত পান না দিতে পারায় তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। মৃতার পরিবার শ্বশুর ও শাশুড়ি বিরুদ্ধে বসিরহাট থানা অভিযোগ দায়ের করলে শশুর সুকুমার আইচ শাশুড়ি আলো আইচকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই জনকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হল।