বসিরহাট ও হাড়োয়ায় আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার

বসিরহাট ও হাড়োয়ায় আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগনা- উত্তর ২৪ পরগনার বসিরহাট ও হাড়োয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মোট পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার চাঁপাপুকুর সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চার দুষ্কৃতী মোটরবাইকে চড়ে গোপনে মাদক পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে চাঁপাপুকুর রোডে অভিযান চালায় বসিরহাট থানার পুলিশ। ধৃত চারজনের নাম—জুলফিকার সরদার, মনিরুল ইসলাম, লিটন গাজী এবং মাহাবুর মন্ডল।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ বোতল ফেনসিডিল, একটি রিভলবার, এক রাউন্ড গুলি এবং দুটি মোটরবাইক। সমস্ত বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অন্যদিকে, হাড়োয়া থানা এলাকার বছর ২৩-এর মারুফ মোল্লার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক এবং এক রাউন্ড গুলি। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার অন্তর্গত এলাকায়। হাড়োয়া থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত পাঁচজনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের জিজ্ঞাসাবাদ করে আরও মাদক ও অস্ত্র চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top